spot_img

― Advertisement ―

spot_img

এশিয়া কাপের স্বপ্ন শেষ হলেও খুশি ক্যাবরেরা

ঢাকা পর্বে শেষ মুহূর্তের হারে ভেঙে পড়েছিল বাংলাদেশ। তবে হংকংয়ে গিয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা দেখিয়েছে ঘুরে দাঁড়ানোর মানসিকতা। স্বাগতিকদের মাঠে ৫০ হাজার দর্শকের সামনে...
প্রচ্ছদখেলাধুলাফুটবলএশিয়া কাপের স্বপ্ন শেষ হলেও খুশি ক্যাবরেরা

এশিয়া কাপের স্বপ্ন শেষ হলেও খুশি ক্যাবরেরা

ঢাকা পর্বে শেষ মুহূর্তের হারে ভেঙে পড়েছিল বাংলাদেশ। তবে হংকংয়ে গিয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা দেখিয়েছে ঘুরে দাঁড়ানোর মানসিকতা। স্বাগতিকদের মাঠে ৫০ হাজার দর্শকের সামনে রাকিব হোসেনের দারুণ গোলে ড্র করেছে বাংলাদেশ। ফলে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়াবিহীন লাল–সবুজরা।

চার ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এখন দুই পয়েন্ট। হংকংয়ের পয়েন্ট ৮। গাণিতিক সম্ভাবনা এখনো বেঁচে থাকলেও বাস্তবে এশিয়ান কাপে খেলার স্বপ্ন প্রায় নিভে গেছে। এখন বাকি দুই ম্যাচেই জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৩৩ মিনিটে তারিক কাজীর ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে ম্যাট অর গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে রক্ষণ সামলে খেললেও আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। কয়েকটি সম্ভাবনাময় আক্রমণও শেষ পর্যন্ত গোলমুখে গিয়ে ভেস্তে যায়।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের আগমনে ম্যাচে নতুন গতি আসে। জামাল ভূঁইয়া ও ফাহামিদুল নামার পরই বদলে যায় বাংলাদেশের খেলার ধরন। ৭৬ মিনিটে হংকং ১০ জনের দলে পরিণত হলে সুযোগটা কাজে লাগায় বাংলাদেশ।

৮৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাহিমের দারুণ ক্রসে ফাহামিদুল হেডে বল বাড়িয়ে দেন রাকিব হোসেনের দিকে। রাকিব নিখুঁত প্লেসিংয়ে বল জালে জড়ান, ফেরান স্বস্তি। গোলের পর তাঁর আনন্দ উদযাপন ছিল চোখ ধাঁধানো—ডিজিটাল বোর্ডের ওপর বসে উল্লাসে ভাসেন এই ফরোয়ার্ড।

আরও পড়ুনঃ শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ, হংকংয়ের কাছে ৪-৩ গোলে পরাজিত বাংলাদেশ

শেষ দিকে বাংলাদেশ আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি। ১০ জনের হংকং রক্ষণ সামলে ম্যাচ শেষ করে ১-১ ড্রতে নাম লেখায়।

এ ম্যাচে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তিনটি পরিবর্তন এনেছিলেন। প্রথম একাদশে জায়গা পান জায়ান আহমেদ, শমিত শোম ও তপু বর্মণ। বাদ পড়েন ফয়সাল আহমেদ ফাহিম, তাজউদ্দিন ও মোহাম্মদ সোহেল রানা। অধিনায়ক জামাল ভূঁইয়া শুরুতে না খেললেও দ্বিতীয়ার্ধে নেমে ডিফেন্স ও মিডফিল্ডে স্থিতি আনেন।

ম্যাচ শেষে কোচ হাভিয়ের ক্যাবরেরার কথায়ও সন্তুষ্টি্র ছাপ। তিনি বলেন ‘আমরা সবাই একই লক্ষ্যে একতাবদ্ধ। আমরা জানি আমরা খুব ভালো খেলছি, পারফর্ম করছি, কিন্তু তিন পয়েন্টেরই অভাব থেকে যাচ্ছে। একবার সেই তিন পয়েন্ট পেলে নিশ্চিতভাবেই পরবর্তী ধাপে পৌঁছাতে পারব। আশা করি, ভারতের বিপক্ষে পরের ম্যাচেই সেটা হবে।’ ঢাকায় সেই ম্যাচ হবে ১৮ নভেম্বর।