spot_img

― Advertisement ―

spot_img

খুবির ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে, তারিখ নিয়ে সিদ্ধান্ত এই সপ্তাহে

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ও তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও তারা নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা...
প্রচ্ছদআবহাওয়াবঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী তিন দিন বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী তিন দিন বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বা বজ্রবৃষ্টির কারণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে সরকারি সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ হাসিনাকে সমর্থন করা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের মধ্যে উদ্বেগ

আগামী ৭২ ঘণ্টায়, বিশেষ করে ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে কিছু কিছু জায়গায়, এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আবহাওয়াকে আরও প্রভাবিত করতে পারে।