spot_img

― Advertisement ―

spot_img

খুবির ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে, তারিখ নিয়ে সিদ্ধান্ত এই সপ্তাহে

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ও তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও তারা নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা...
প্রচ্ছদআবহাওয়াবৃহস্পতিবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’

বৃহস্পতিবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’

মোঃ তরিকুল মোল্লা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরের লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সোমবার (২১ অক্টোবর) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তার নাম হবে ‘ডানা’, যা কাতারের দেওয়া।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ে যেতে পারে।

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক মোস্তফা কামাল জানিয়েছেন, সোমবারের ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘ডানা’ সৃষ্টির আশঙ্কা ৯০ থেকে ১০০ শতাংশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি ২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আঘাত হানতে পারে।

আরও পড়ুনঃ নরসিংদীতে পাওনা টাকা চাওয়ায় কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ

( Weather news t) ইউটিউব চ্যানেল, উল্লেখ করেছেন, ঘূর্ণিঝড়টির অগ্রগতির পথ পূর্ববর্তী ঘূর্ণিঝড় আম্পানের মতো হতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মেদেনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা জেলার উপকূলে এটি আঘাত হানতে পারে।

সতর্কতা অবলম্বন করা এবং প্রস্তুতি গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।