spot_img

― Advertisement ―

spot_img

কুড়িগ্রামে জুয়ার আসরে অভিযান, বিএনপি নেতা ইমান হোসেনসহ আটক ১৪

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতিয়ারপাড়া এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে বিএনপির স্থানীয় নেতা ইমান হোসেনসহ ১৪ জনকে আটক...
প্রচ্ছদআবহাওয়ানিম্নচাপ অগ্রসর হচ্ছে বাংলাদেশের দিকে, উত্তাল সমুদ্র

নিম্নচাপ অগ্রসর হচ্ছে বাংলাদেশের দিকে, উত্তাল সমুদ্র

মোঃ তরিকুল মোল্লা, পটুয়াখালী জেলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) মধ্যরাতে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ৭৩০ কিলোমিটার এবং পায়রা থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বুধবার (২৩ অক্টোবর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এবং (Ghorer Khobor. com) স্বাক্ষরিত বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

আরও পড়ুনঃ মাগুরায় ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে।