spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআবহাওয়াআগামী দিনে বাড়বে তাপমাত্রা, কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

আগামী দিনে বাড়বে তাপমাত্রা, কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (২ মে) দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

শনিবার (৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব বিভাগেই – রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট – দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (৪ মে) থেকে বৃষ্টি প্রবণতা কিছুটা বাড়বে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুনঃ হজ পারমিট ছাড়া হজ পালন না করার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

সপ্তাহের শুরুতে, অর্থাৎ সোমবার (৫ মে) ও মঙ্গলবার (৬ মে) আবারো দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার তাপমাত্রা কিছুটা বাড়লেও, মঙ্গলবার তা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়ের শেষে দেশে আরও গরম পড়তে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গরমজনিত অসুস্থতা এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে তারা।