spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদসারা বাংলাশাজাহানপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

শাজাহানপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল দেশীয় অস্ত্রসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা ইমদাদুল হক (৩৫) কে গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার(১৭ অক্টোবর) রাত্রি ২.০০ ঘটিকা উপজেলার আমরুল ইউনিয়ন হতে গ্রেফতার করেন যৌথবাহিনি।

তিনি আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ।সে প্রাণ কোম্পানি মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে ফাতেমা হত্যার ঘটনায় স্বামী রাজুর ফাঁসির দাবিতে মানববন্ধন

শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে ইমদাদুল হককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে বেশকিছু ধারালো হাসুয়া ও ১টি পিস্তল উদ্ধার করা হয়।পরে তাকে থানায় সোপর্দ করা হয়।যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্বে সেনাবাহিনীর  ক্যাপ্টেন জিয়ান বিষয়টি নিশ্চিত করেন।

শাজাহানপুর থানার ওয়াদুদ আলম বলেন, ইমদাদুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হচ্ছে।