spot_img

― Advertisement ―

spot_img

নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ...
প্রচ্ছদসারা বাংলাদুর্গাপুরে বালু ব্যবসায়ীর ঝুলন্ত ম'র'দে'হ উদ্ধার

দুর্গাপুরে বালু ব্যবসায়ীর ঝুলন্ত ম’র’দে’হ উদ্ধার

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে আবুল কালাম (৩০) নামে এক বালু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার(২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম ওই এলাকার মৃত জমির আলী দেওয়ানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম প্রায়ই বালু ব্যবসার নিজস্ব গদিঘরে রাত্রীযাপন করতেন। মঙ্গলবার রাতের খাবার শেষে বাড়ি থেকে গদিঘরে এসে তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন দুপুরে তার পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হলে, তার ভাতিজা শাওন খোঁজ নিতে গদিঘরে যায় এবং দেখে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে আবুল কালামকে রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুনঃ পতেঙ্গার বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগ নেতা মধু ও মুসলিমাবাদ‌ থেকে নূর আটক

দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ এ বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।