মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় “আল গালিব” নামে একটি যাত্রীবাহী বাস থেকে এক কেজি ৬১ গ্রাম কোকেন এবং ৭৫ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৫৪ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তেঁতুলিয়ার ভজনপুর এলাকায় জাতীয় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় বাসের ভিতরে থাকা একটি বিশেষ বাঙ্কারে লুকানো অবস্থায় মাদকের ব্যাগটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মাদকগুলো ভারত থেকে বাংলাবান্ধা ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশে আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এই মাদক এক নারীর মাধ্যমে যাত্রীবাহী বাসে ঠাকুরগাঁও ও দিনাজপুরে পাঠানো হবে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই নারী পালিয়ে যান।
আরও পড়ুনঃ সীমান্তে ফেলানী হত্যার বিচার: ১৪বছর ঝুলন্ত ভারতীয় আদালতে
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম বলেন, “উদ্ধার করা কোকেন ও হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।”
অভিযানে মাদকের চালান জব্দ করা গেলেও এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি মাদক চক্রের সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।