spot_img

― Advertisement ―

spot_img

নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রিতে ফার্মেসি বন্ধ, সমিতির সিদ্ধান্তে সমালোচনার ঝড়

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রির অভিযোগে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্দেশে “সততা ড্রাগ হাউজ” নামে এক ফার্মেসিকে...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়িতে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে মোবাইল কোর্ট, জরিমানা ও ২০টি ড্রেজার অপসারণ

নালিতাবাড়িতে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে মোবাইল কোর্ট, জরিমানা ও ২০টি ড্রেজার অপসারণ

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী অভিযানে ১ জন ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে ব্যবহৃত ২০টি ড্রেজার মেশিন অপসারণ এবং ১৮টি বালুর মাচা ধ্বংস করা হয়। উদ্ধার ও ধ্বংস করা হয় অসংখ্য পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি।

অভিযানের সময় জনগণকে সচেতন করতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয় সতর্কতামূলক ব্যানার।

আরও পড়ুনঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৯৭ জন, এবারই প্রথম ঢাকায়ও কেন্দ্র

অভিযানে সহায়তা করেন নালিতাবাড়ী থানা পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ইউএনও এবং এসিল্যান্ড অফিসের স্টাফ, ভলান্টিয়ার টিম ও স্থানীয় এলাকাবাসী।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।