
সাইফুল ইসলাম, নিজস্ব (সিলেট)প্রতিনিধিঃ সিলেট নগরীর চান্দুশাহ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সূচনা হয় কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফিজ স্পোর্টস ক্লাবের কো-অর্ডিনেটর ইমদাদ ইভান এবং ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি সিলেট মহানগরের সহ-সমন্বয়ক আরাফাত রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক হাফিজ মাওলানা মো. ছালিম আহমদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমেডি কিং অভিনেতা ও ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ ফরহাদ হোসেন, ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা আব্দুল্লাহ আল মুহাইমিন মুসা, বিশিষ্ট সমাজসেবক আশরাফ আলী খান, ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিচালক আবিদ হোসেন খান এবং চান্দুশাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক আহবাব মদনী জুয়েল প্রমুখ।
আরও পড়ুনঃ সিভিএ-এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সামাজিক উন্নয়নে আরও বৃহৎ পরিসরে অবদান রাখার আহ্বান জানান।