
মোঃআবদুর রহিম, চট্রগ্রাম (জেলা) প্রতিনিধিঃ জন্ডিসে আক্রান্ত হয়ে বড় ভাই মারা গেল কোরবানির একদিন আগে। বড় ভাই ও ছোট ভাইয়ের বয়সের ব্যবধান ছিল মাত্র ৫ বছর, সম্পর্ক ছিল বন্ধুর মতো। এবার বড় ভাইয়ের মৃত্যুর শোকে ছোট ভাইয়ের মৃত্যু।
অকালে বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে পারল না ছোট ভাই। তাই কোরবানির দিন ছোট ভাই বড় ভাইয়ের কবরের পাশে গরুর মাংস নিয়ে বসে বসে অঝোরে কান্না করছিল। এই সময় ছোট ভাই হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুনঃ নদীতে গোসল, নিখোঁজ হওয়ার ৪৫ঘন্টার পর লাশ উদ্ধার
পরে ছোট ভাই চিকিৎসাধীন অবস্থায় মা-রা যায়। এদিকে বিধবা মা কামরুন নাহার কাজল দুই সন্তানকে হারিয়ে অনেকটাই পাগলের মত।এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতল এলাকায়।
একদিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃ-ত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।



