spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামগুঞ্জনকে সত্য করে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

গুঞ্জনকে সত্য করে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

মোঃ আবদুর রহিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ মাস খানেক ধরে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল রাজনৈতিক অঙ্গনে। অবশেষে সেটিই সত্যি হলো।

বৃহস্পতিবার (১৪ জুন) ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তিন মাসের এ কমিটির কেটেছে সাড়ে তিন বছর।

রাত ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ চবিতে ছিনতাইকারীদের কোপে আহত বিএমএ শিক্ষার্থী

একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও বরিশাল মহানগর কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চার মহানগরের আহ্বায়ক কমিটি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি পরে ঘোষণা করা হবে। তবে চট্টগ্রাম নগর বিএনপি নেতাদের অভ্যন্তরীণ কোন্দল না মিটলে নতুন কমিটি সহসা হচ্ছে না বলে জানা গেছে।