spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদরাজধানীরাজধানীর পল্টনে বহুতল ভবনে আগুন

রাজধানীর পল্টনে বহুতল ভবনে আগুন

মো: সাদিত হোসেন, সহকারি স্টাফ রিপোর্টারঃ রাজধানীর পল্টনে অবস্থিত বহুতল বিশিষ্ট ফায়েনাজ টাওয়ারে আগুনের ঘটনায় শাহিদা (৬০) নামে এক নারী আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ(এএসআই) মো. মাসুদ মিয়া।তিনি বলেন, পল্টনে বহুতল ভবনে লাগা আগুনে অসুস্থ হয়ে এক নারীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে সেখান থেকে তাকে হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

এদিকে, সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।