কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ২৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্ত সহ বিভিন্ন অপরাধের আসামি।
শুক্রবার (১৫ মার্চ) সকাল দশটার দিকে এসব তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে সাতজন আসামীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় একজন, উলিপুর থানায় একজন, নাগেশ্বরী থানায় পাঁচজন।
এছাড়াও সিআর ওয়ারেন্টে সদর থানায় তিনজন, নিয়মিত মামলায় নয়জন, পূর্বের মামলায় পাঁচজন সহ গত ২৪ ঘন্টায় মোট ২৪ জন আসামী গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্টকারী, উগ্রবাদ ও সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।