
মো: মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যা সৃষ্টি হয়েছে। প্লাবিত চরাঞ্চলে বন্যার্ত মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম’। তারা চারটি সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শিবগঞ্জ ওয়াটার সাপ্লাই মোড়ে এক জরুরি মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেই সংগঠনটি।
সংগঠনটির উপদেষ্টা ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. মাহফুজ রায়হান এবং জেলার ১২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণের উপস্থিতিতে যে চার সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়েছে-
১) মিটিংয়ে উপস্থিত সদস্যদের মধ্য থেকে ৮ থেকে ১০ সদস্য বিশিষ্ট ‘পরিদর্শক টিম’ গঠন করা হয় যারা বন্যা কবলিত এলাকার স্থানসমূহ দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২) আগামী ২/৩ কার্যদিবসের মধ্যে বন্যায় আক্রান্ত স্থানসমূহে শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে উপহার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুনঃ বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে সিএমইউজে’র শোক
৩) শুকনা খাবার সহ প্রয়োজনীয় সামগ্রীর আর্থিক ব্যয়ের জন্য ক্রাউড ফান্ডিং করা হবে না। কোনো প্রকার অনলাইন বা মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ/রকেট/নগদ/ব্যাংকিং চ্যানেল) ব্যবহার করা হবে না। উল্লেখ থাকে যে এই অর্থ বিত্তবান, স্বচ্ছল ও দানশীল ব্যক্তিদের থেকে উপদেষ্টা মহোদয়গণের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হবে।
৪) আগামী ৪/৫ দিনের মধ্যে ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট, নার্স, নার্সিং স্টুডেন্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করে প্রয়োজনীয় ঔষধপত্র, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি, স্যালাইন সরবরাহ করা হবে। উল্লেখ্য বন্যার পানি নেমে যাবার পর ডায়ারিয়া সহ উদ্ভুত রোগবালাইয়ের চিকিৎসা প্রদান করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।