spot_img

― Advertisement ―

spot_img

শ্রমিকদের প্রতি উৎপাদন অব্যাহত রাখার আহ্বান: অরবিন্দু বেপারী

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু শ্রমিকদের উদ্দেশে জানান, সরকার শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধির সিদ্ধান্তে...
প্রচ্ছদসারা বাংলানবীনগর-চন্দ্রা মহাসড়কে ৫২ ঘন্টা পর যান চলাচল শুরু, অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৫২ ঘন্টা পর যান চলাচল শুরু, অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

মোঃ আসিফুজ্জামান আসিফ, ঢাকা ব্যুরো প্রধানঃ অবশেষে পাওনা পরিশোধের আশ্বাসে ৫২ ঘণ্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। যৌথ বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হলে শ্রমিকরা কারখানা ফটকে চলে যান।

বুধবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল শুরু হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মহাসড়কের বাইপাইল থানা রোড এলাকায় ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় অবরোধ শুরু করেন শ্রমিকরা।

আরও পড়ুনঃ প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর বলেন, যৌথ বাহিনীর সহযোগিতায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তারা কারখানায় চলে গেছেন। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে শ্রমিকদের অবস্থান। বাইপাইল এলাকায় অবস্থিত বার্ডস গ্রুপ কারখানার শ্রমিকরা ৫১ ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন। ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় পাওনা বেতন, সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।