হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে মোস্তাকিম হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। সে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের আসাদুল মিয়ার ছেলে। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজের ঘটনায় মাদ্রাসাছাত্রের মা পারভিনা খাতুন বারবার বিলাপ করে মূর্ছা যাচ্ছেন। তার পরিবারের সকলে খুব উৎকন্ঠায় দিন পার করছেন।
নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে,মধুয়াকোণা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোস্তাকিম হোসেন মাদ্রাসায় পড়ার জন্য গত ৬ অক্টোবর,রবিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনদের নিয়ে মধুয়াকোণা হাফেজিয়া মাদ্রাসা সহ বাড়ির আশপাশ ও আত্মীয় স্বজনদের বাড়ি সহ সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজি করেও তার খোঁজ মিলেনি। নিখোঁজ হবার দিন তার পড়নে ছিল কালো রংয়ের প্যান্ট ও কালো রংয়ের হাফ হাতা গেঞ্জি।
আরও পড়ুনঃ হযরত শাহ জাহান শাহ(রা:) খোশরোজ শরীফ উপলক্ষে সুফিবাদ সেমিনার
নিখোঁজ ব্যক্তির মামা মশিউর রহমান বলেন,সকল আত্মীয় স্বজন এবং পরিচিত মানুষদের বাসায় খোঁজ করেও মোস্তাকিমের খোঁজ পাওয়া যায়নি। আমরা বিষয়টি দুর্গাপুর থানায় অবগত করে একটি জিডি করেছি। পরিবারের সকলে খুব বিমর্ষ অবস্থায় আছি।
মধুয়াকোণা হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মোবারক হোসেন জানান,মাদ্রাসায় গত শনিবার ছুটি দেয়া হয়। তিনি বলেন,ছুটির সময়ে ওই ছাত্র নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত মাদ্রাসায় ছুটি চলমান রয়েছে। আমরাও ছাত্রের খোঁজ চালাচ্ছি।
দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন,মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা ওই ছাত্রের খোঁজ পেতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করছি।