spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাআজ মহা ষষ্ঠী, মণ্ডপে মণ্ডপে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

আজ মহা ষষ্ঠী, মণ্ডপে মণ্ডপে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

সোমনাথ সেন শুভ, চট্টগ্রাম প্রতিনিধিঃ দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বোধন আজ মঙ্গলবার । স্তিমিত আলো, বাশের কোটরে বসানো দেব-দেবীর হাতে আঁকা অবয়ব। দেব-দেবীর ঠিক নিচে, বাশের তৈরি কারুকার্য। মণ্ডপের মাঝবরাবর প্রধান প্রতিমা। দেখে চোখ জুড়িয়ে যায়।

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের ঐতিহ্যবাহী দুর্গাপূজার মণ্ডপে আজ বুধবার যখন যাই, তখন ঘড়ির কাঁটা বেলা তিনটার ঘরে। শেষ মুহূর্তে চলছিল সাজসজ্জার ব্যস্ততা। প্রথাগত নকশার বাইরে গিয়ে এই মণ্ডপে ভাবনা ধরে সাজসজ্জা হয়েছে। মণ্ডপেও ছড়িয়ে পড়েছে আনন্দধারা। শিশুরা দারুণ উচ্ছ্বসিত।

শ্রী শ্রী সাধুবাবা তারাচরণ সিদ্ধাশ্রমের এই মণ্ডপে নকশা করেছে তারাচরণ স্মৃতি সংসদের সদস্যবৃন্দ। তারাচরণ স্মৃতি সংসদের পূজা উদযাপন পরিষদের সম্পাদক টনি দাশ জানালেন, পূজা মানেই উৎসব। উৎসবের অনুষঙ্গ হলো আনন্দ। এই আনন্দধারা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ভাবনাতেই মণ্ডপ সাজানো হয়েছে। উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে বাশ,কাঠ, পেইন্টিং, কাঠের ফ্রেম, কাপড় ও নানা রং। পূজামণ্ডপে আইপি ক্যামেরার (ইন্টারনেট প্রটোকল ক্যামেরা) মাধ্যমে তদারকি করা হবে।

আরও পড়ুনঃ রাজশাহীতে জাঁকজমক ভাবে শারদীয় দুর্গাপূজা শুরু

তারাচরণ স্মৃতি সংসদের পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব চৌধুরী বলেন, (বুধবার) রাতের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। আজ কিছু টুকটাক কাজ হয়তো থাকবে। পূজা মণ্ডপে প্রতিমা স্থাপন করা হয়ে গেছে।
গতকাল সন্ধ্যায় দেখা যায়, মণ্ডপ প্রস্তুতকরণ চলছে। পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য এ মণ্ডপের প্রতিমা আগামীকাল থেকে উন্মুক্ত করে দেওয়া হবে।