মোঃ তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় শ্রমিক লীগের আহ্বায়ক সুজন মিয়া মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলা ও হুমকির শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, আবু সিদ্দিকের ছেলে প্রকাশ মিয়া (৪৩), মোমেনের ছেলে আকাশ (২১), খোকন মিয়ার ছেলে সোহাগ মিয়া (২০), মৃত- গিয়াস উদ্দিনের ছেলে জামিল (৪৪) সহ অজ্ঞাতত নামা আরো ০৮/১০ জন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০ অক্টোবর রাত ৮টার দিকে সুজন মিয়া আনন্দী কাজী বাড়ী মোড়ে লাইটিং দোকানের সামনে বসে থাকার সময় কয়েকজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযুক্তরা সুজন মিয়াকে শারীরিকভাবে আঘাত করে এবং বিভিন্ন অংশে নিলাফুলা জখম করে।
অভিযোগে আরও বলা হয়েছে, মাদক বিক্রি বন্ধের জন্য প্রতিবাদ করার পর থেকেই অভিযুক্তরা তার ওপর ক্ষোভ প্রকাশ করতে থাকে। ঘটনার সময় প্রকাশ মিয়া এবং তার সহযোগীরা সুজন মিয়াকে হুমকি দেয় যে, তাকে পঙ্গু করে দেবে বা খুন করে লাশ গুম করে ফেলবে।
আরও পড়ুনঃ বাঁশখালীতে মহিলা ইউপি সদস্যের ঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
এই ঘটনার সময় পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে গেলে তাদের ওপরও হামলার অভিযোগ উঠে। ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়। এখন এলাকার মানুষ বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছে।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলার সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।