গাউছিয়া মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

28
গাউছিয়া মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি প্রতীকী

মেহেদী হাসান, নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে।

রবিবার (২৩ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার ভুলতা গাউছিয়ার কাঁচাবাজার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জিল্লুর রহমান জানান, ‘শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে হঠাৎ ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় কাঞ্চন ফায়ার সার্ভিস, পূর্বাচল ফায়ার সার্ভিস, আড়াইহাজার ফায়ার সার্ভিস, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও ডেমরা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, গাউছিয়া মার্কেট এলাকায় কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ আলমগীর হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে আমাদের লোকজন পৌনে চারটার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে।

আরও পড়ুনঃঢাকার বস্তিতে বরিশালের মানুষ সর্বোচ্চ

এখনো আগুন নেভানোর কাজ চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।