spot_img

― Advertisement ―

spot_img

বড়তাকিয়া কিন্ডারগার্টেনের খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠান

মোঃআবদুর রহিম, চট্রগ্রাম (জেলা) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া নূরানী কিন্ডারগার্টেনে খতমে কোরআন, দোয়া ও হেফজ ছাত্রদের সবক প্রদান উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের...
প্রচ্ছদসারা বাংলাবড়তাকিয়া কিন্ডারগার্টেনের খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠান

বড়তাকিয়া কিন্ডারগার্টেনের খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠান

মোঃআবদুর রহিম, চট্রগ্রাম (জেলা) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া নূরানী কিন্ডারগার্টেনে খতমে কোরআন, দোয়া ও হেফজ ছাত্রদের সবক প্রদান উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৩ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলা উদ্দিন। শুরুতে ছাত্রী নাজনীন সুলতানা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন হাফেজ খাইরুজ্জামান ও মাস্টার নুর উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা পরিচালক হাফেজ খাইরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সিলোনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আহমাদুল্লাহ। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, দাতা সদস্য ফরিদ আহমদ, এসএম জাহাঙ্গীর হোসাইন, আবদুল মন্নান সওদাগর এবং মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসাইন।

২০২৩ সালের নূরানী সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

  • সিদরাতুল মুনতাহা – তৃতীয় স্থান
  • আরুশা আক্তার – নবম স্থান
  • আব্দুল্লাহ আল রাহীম – দশম স্থান

আরও পড়ুনঃ বীরগঞ্জে স্ত্রীকে হত্যার চেষ্টায় স্বামী আটক

এছাড়া শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে মাওলানা আলা উদ্দিন, হাফেজ কাউছার কামাল, মাওলানা ফয়েজ উল্ল্যাহ, হাফেজ খাইরুজ্জামান এবং মাওলানা সিরাজুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

হাফেজদের সবক পাঠ করান মাওলানা আহমাদুল্লাহ। অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথির দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।

এই আয়োজন এলাকার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি উৎসাহ বাড়িয়েছে এবং শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধি করেছে।