সাব্বির হাসান, স্টাফ রিপোর্টারঃ যশোরের মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, জেলা বিএনপির নেতা আলহাজ্ব আবু মুছা, মণিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক, এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর।
আরও পড়ুনঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ অংশে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।