মোঃ রিয়াজ শেখ, ফরিদপুর (জেলা) প্রতিনিধিঃ ফরিদপুর জেলার সদরপুর থানার পুলিশের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুর মোল্যা (৩০) গ্রেফতার হয়েছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাবুরচর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০১৯ সালে বোয়ালমারী থানাধীন পশ্চিম ভাটদী এলাকার একটি ঘটনায় মনিরা বেগমকে হত্যার অভিযোগে মামলা করা হয়। নিহত মনিরা বেগমের স্বামী প্রবাসে অবস্থান করায় তিনি দুই সন্তানসহ গ্রামে থাকতেন। ঘটনার দিন সকালে তার শাশুড়ি ঘরে মনিরাকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেন। পরে ১৪ মার্চ গমক্ষেতে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়।
তদন্ত শেষে বোয়ালমারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত ওবায়দুর মোল্যাসহ অভিযুক্তদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। রায় ঘোষণার পর থেকে ওবায়দুর মোল্যা পলাতক ছিলেন।
আরও পড়ুনঃ ইসকনের হাতে আইনজীবী হত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
সদরপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মিনারুল কাজী ও এসআই হাদিউজ্জামান শেখ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ জানান, “গ্রেফতার অভিযানে সফল হতে পারায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি আইনের আওতায় এসেছে। এর মাধ্যমে ভুক্তভোগী পরিবার কিছুটা হলেও ন্যায়বিচার পাবে।”
এই গ্রেফতার স্থানীয় প্রশাসনের আইনের শাসন প্রতিষ্ঠায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।