মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ স্থগিত থাকা সব তরলীকৃত প্রাকৃতিক গ্যাসভিত্তিক (এলএনজি) বিদ্যুৎ কেন্দ্র স্থায়ীভাবে বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পদ্মা নদীর পাড়ে মুন্নুজান স্কুলের সামনে মানববন্ধনের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন পরিবর্তন, ক্লিন (CLEAN), এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)।
এ সময় নারীরা বলেন, পরিবেশ দূষণ, বিশেষত জলবায়ু পরিবর্তন, সবচেয়ে বড়ভাবে নারীদের ওপর প্রভাব ফেলছে। প্রকৃতির অব্যাহত ক্ষতি নারীদের জীবনে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। বক্তৃতায় পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, প্রোগ্রাম অফিসার সোমা হাসান, সজল মাহামুদ, এবং আজহার উদ্দিনসহ অন্যান্য নেতারা জানান, সরকারের সম্প্রতি নেওয়া সিদ্ধান্তে ১২টি এলএনজি বিদ্যুৎ প্রকল্প এবং ২টি টার্মিনাল সাময়িকভাবে স্থগিত করা হলেও, তাদের দাবি এগুলো সম্পূর্ণভাবে বাতিল করতে হবে।
আরও পড়ুনঃ বই জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে: চসিক মেয়র
এলএনজি একটি দূষণকারী জীবাশ্ম জ্বালানি, যা বাংলাদেশের জলবায়ু লক্ষ্যমাত্রা, জ্বালানি নিরাপত্তা এবং আর্থিক স্থিতিশীলতা বিপন্ন করছে। বক্তারা আরও বলেন, “এলএনজি আমাদের দেশে কার্বন নিঃসরণের এবং আর্থিক অস্থিরতার দীর্ঘমেয়াদী ফাঁদ তৈরি করবে।” তারা আরো জানান, রাজশাহীসহ পুরো দেশকে পরিবেশের ক্ষতি না করে বিদ্যুৎ উৎপাদন করতে নবায়নযোগ্য শক্তি যেমন সৌর এবং বায়ু শক্তিতে বিনিয়োগের প্রয়োজন। এসব প্রযুক্তি শুধু সাশ্রয়ী নয়, বরং বাংলাদেশের আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতিগুলো পূরণ করতে এবং টেকসই শক্তির ভবিষ্যত নিশ্চিত করতে অপরিহার্য।
সংগঠনগুলোর পক্ষ থেকে এলএনজি প্রকল্প বাতিল করে নবায়নযোগ্য শক্তির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়, যাতে পরিবেশ এবং স্থানীয় জীবিকার সুরক্ষা নিশ্চিত করা যায়।