spot_img

― Advertisement ―

spot_img

আমতলীতে নির্যাতনে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মো: মামুনুর রশিদ, আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ মো. মামুনুর রশিদ, আমতলী (বরগুনা): বরগুনার আমতলীতে নির্যাতনের পর স্ত্রী জুবায়রা আক্তার জান্নাতিকে (১৭) হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ইমন...
প্রচ্ছদসারা বাংলাআমতলীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আমতলীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মো: মামুনুর রশিদ, আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় আমতলী উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। একই স্থানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একেএম খায়রুল বাশার বুলবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, মেডিকেল অফিসার মো. সবুজ মিয়া, ওসি (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান সিকদারসহ অনেকে উপস্থিত থেকে দুর্নীতিবিরোধী কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুনঃ চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এম.এ. হান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম বাদল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হোসাইন আলী কাজী, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম. সাইদ খোকন এবং প্রভাষক বানী রানী শীল। সভা সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ নুহু-উল আলম নবীন।

বক্তারা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির আহ্বান জানান।