মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া সদর থানার এসআই তরিকুল ইসলামকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। সাবেক ছাত্রদল নেতা রুবেল হোসেনকে আটক করে ঘুষ নেওয়ার পর তা ফেরত দেওয়ার ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়।
বুধবার বিকেলে বগুড়া সদর থানায় এ ঘটনা ঘটে। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ বিষয়টি জানার পর থানায় যান। তার উপস্থিতি টের পেয়ে এসআই তরিকুল সটকে পড়েন এবং ঘুষের টাকা রুবেলের এক আত্মীয়ের মাধ্যমে ফেরত দেন। পিপি বাছেদ পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করলে তরিকুল ইসলামকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয়।
পিপি আব্দুল বাছেদ জানান, মঙ্গলবার রাতে এসআই তরিকুল জামিলনগর এলাকা থেকে সাবেক ছাত্রদল নেতা রুবেল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন। রুবেল শিবগঞ্জ উপজেলার বেলাই গ্রামের গাজিউর রহমানের ছেলে এবং ২০১৮ সালে অনুমোদিত জেলা ছাত্রদলের সদস্য ছিলেন। পিপি বলেন, “রুবেল আমার গ্রামের বাসিন্দা। বিকেলে তার এক আত্মীয় জানায়, তাকে ছেড়ে দেওয়ার সময় ৫০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছে। আমি থানায় গেলে তরিকুল পালিয়ে যান এবং টাকাও ফেরত দেন।”
আরও পড়ুনঃ মাগুরায় ১০০ রাউন্ড গুলিসহ আটক ৫ জন
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, “রুবেলের নামে ছাত্র আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের ওপর হামলার অভিযোগ ছিল। যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় এসআই তরিকুলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।”
এ ঘটনা স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পুলিশের উচ্চপর্যায় থেকে বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।