spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাগণহত্যাসহ ১২ মামলার আসামি সাবেক চেয়ারম্যান সফিক ও তার স্ত্রী গ্রেপ্তার

গণহত্যাসহ ১২ মামলার আসামি সাবেক চেয়ারম্যান সফিক ও তার স্ত্রী গ্রেপ্তার

নাহিদ হাসান, বগুড়া: গণহত্যাসহ ১২ মামলার আসামি বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান সফিক এবং তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, ডিএমপির ডিবি তেজগাঁও টিম বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করে। আবু সুফিয়ান সফিক বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তার স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য।

পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, আবু সুফিয়ান সফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই ও আগস্ট মাসের একাধিক গণহত্যার মামলা সহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে, তার স্ত্রী লিপি আক্তার বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি।

আরও পড়ুনঃ ঘুষ কেলেঙ্কারি: বগুড়ায় এসআই তরিকুল ক্লোজড

গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।