মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ রামগঞ্জে ছিন্নমূল মানুষ ও বেদে পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার রাত ৯টায় রামগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন পৌর শিশুপার্ক এলাকা, ওয়াপদা বেড়িবাঁধ এবং সিটি প্লাজা এলাকায় বসবাসরত দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণের সময় বেদে পরিবার ও পৌরসভায় কর্মরত নাইটগার্ডদের পাশাপাশি অন্যান্য ছিন্নমূল মানুষদেরও শীতবস্ত্র দেওয়া হয়। শীতের তীব্রতা মোকাবিলায় এই উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সরদার, প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালসহ পৌরসভা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
আরও পড়ুনঃ নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে হাবিবুল্লাহ ও মোজাহিদুল
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে শীতার্ত মানুষ সাহায্য পেয়ে স্বস্তি পান।