মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শুক্রবার রাতে রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, গত ১৫ বছর ধরে অবরুদ্ধ সাংবাদিকতার অবসান ঘটেছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, “গত ১৫ বছর ধরে সাংবাদিকদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার বা লেখার স্বাধীনতা ছিল না। কিন্তু অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন এবং সাংবাদিকতার প্রকৃত স্বাদ উপভোগ করছেন।”
রামগঞ্জ থানারোড এলাকার ব্লাড ডোনারস ক্লাবে অনুষ্ঠিত এই সভায় তিনি আরও উল্লেখ করেন, “দেশে নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ বিরোধী গুজব মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রান্তিক পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখতে হবে।”
আরও পড়ুনঃ রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ ও দলীয় কার্যালয়ে ভাঙচুর
সভায় সভাপতিত্ব করেন ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দিদারুল ইসলাম, রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাসার, রায়পুর এল এম উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. মাহাবুবুর রহমান এবং ব্লাড ডোনারস ক্লাবের সদস্যরা।
আলোচনা শেষে ক্লাবের পক্ষ থেকে ফয়েজ আহম্মদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।