spot_img

― Advertisement ―

spot_img

ত্রিশালে সেনাপ্রধানের স্বপ্নের অলিম্পিক কমপ্লেক্স নির্মিত হবে ১৭৩ একর জায়গায়

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে নির্মিত হতে যাচ্ছে মাল্টি-স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি...
প্রচ্ছদসারা বাংলাশাজাহানপুরে রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের ইফতার মাহফিল

শাজাহানপুরে রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের ইফতার মাহফিল

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল ৫টায় উপজেলার স্থানীয় একটি মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শাজাহানপুর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা (পূর্ব) শাখার সভাপতি ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ নুরুল হুদা।

উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা শ্রমিক নেতা তারেকুল ইসলাম (তারেক)।

আরও পড়ুনঃ সাভারে চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা, আহত ৪ যুবক

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা (পূর্ব) শাখার সহ-সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ শাহাদাত হোসেন, ডোমন পুকুর কামিল মাদ্রাসা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, শাজাহানপুর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সাইফুল ইসলাম, শ্রমিক নেতা ডা. হযরত আলী, শাজাহানপুর উপজেলা কাঠ ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বাসেত, শামসুল হুদা ফজু, অত্র সংগঠনের কোষাধ্যক্ষ আবু সাঈদ, অত্র সংগঠনের সদস্য, সেলিম হোসেন, আনোয়ার হোসেন আনু, জহুরুল ইসলাম প্রমূখ।

এসময় সংগঠনটির দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।