spot_img

― Advertisement ―

spot_img

দলের দুঃসময়ের নেতাকর্মীরা এলাকায় মিজান-রায়হান আতঙ্কে

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে: মেয়র ডা. শাহাদাত...

চট্টগ্রামে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, “চট্টগ্রামের পাহাড়গুলো পরিকল্পিতভাবে কেটে ফেলা হচ্ছে। এর ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।”

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নগরীর লাভলেইনস্থ স্বরণিকা কনভেনশন হলে আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

ডা. শাহাদাত বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়তে হবে। পতেঙ্গা বিনোদন কেন্দ্রের উন্নয়নসহ শহরের প্রতিটি স্থানে সবুজায়ন ও পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্লাস্টিক বর্জ্য ও পলিথিনের মতো অপচনশীল পদার্থ শহরের জলাবদ্ধতার অন্যতম কারণ। তাই প্রতিটি দোকানের সামনে ডাস্টবিন স্থাপন বাধ্যতামূলক করা হবে। দোকানদারদের এ বিষয়ে সচেতন করতে ট্রেড লাইসেন্সের শর্তাবলী কঠোর করা হবে।”

সভাপতির বক্তব্যে ফরমান আর চৌধুরী বলেন, “ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আল আরাফাহ ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শীতবস্ত্র বিতরণ, বৃত্তি প্রদান, স্বাস্থ্যসেবা ও দুর্যোগ মোকাবিলায় সহায়তা প্রদান করছে। এবারের শীত মৌসুমেও সারা দেশে ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে শীতার্তদের পাশে দাঁড়ানো হয়েছে।”

আরও পড়ুনঃ রাজশাহীতে আবাসিক হোটেলে অভিযান: পাঁচ নারীসহ আটক ৯

মহানগর বিএনপির নেতা আবুল হাশেম বক্কর বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংক যে কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসনীয়। সমাজের অন্যান্য বিত্তশালীদেরও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আল আরাফাহ ব্যাংকের জোনাল হেড মোহাম্মদ আযম, হাটহাজারী শাখার ম্যানেজার চালামত উল্লাহ, ওআর নিজাম রোড শাখার ম্যানেজার আসাদুজ্জামান বাবু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, এবং কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয় এবং উপস্থিত অতিথিরা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন কার্যক্রমকে আরও প্রসারিত করার আহ্বান জানান।