মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, “জাতীয় সংকট আমাদের আছে। ষড়যন্ত্র হচ্ছে এবং ভবিষ্যতেও আরও ষড়যন্ত্র হবে। আমরা চাই, গণমাধ্যম দায়িত্বশীলতার পরিচয় দিক। স্বাধীনতার নামে যেন স্বেচ্ছাচারিতা না করা হয়। রাজনৈতিক সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমাদের বিশ্বাসঘাতকতা করা উচিত নয়।”
শুক্রবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সংবর্ধনা জানানো হয়।
কবি হাসান হাফিজ বলেন, “দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। আমাদের গণমাধ্যমগুলো এখনও সঠিক পথে আসেনি। ভারতীয় মিডিয়া আমাদের দেশ সম্পর্কে বিশ্ববাসীর কাছে ভুল বার্তা দিচ্ছে। এখনই সময় আমাদের রুখে দাঁড়ানোর। আমরা সীমান্তের কাঁটাতারে ফেলানীর মতো লাশ দেখতে চাই না। বন্ধুত্ব হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।”
তিনি আরও বলেন, “আমরা সত্যিকারের বৈষম্যমুক্ত, সাম্যের ও ন্যায়ের বাংলাদেশ চাই। সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি। আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। মাহাথির মোহাম্মদের মতো নেতৃত্ব প্রয়োজন, কারণ আমরা ৫০ বা ১০০ বছর অপেক্ষা করতে পারবো না। যদি বর্তমান সুযোগ নষ্ট হয়, তাহলে হয়তো আরও বড় স্বৈরাচার আমাদের ওপর চেপে বসবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, “নতুন বাংলাদেশে আমরা নতুন স্বপ্ন দেখছি। গত ১৫ বছরে সাংবাদিকতা জাদুঘরে চলে গিয়েছিল। এখন আমাদের তা পুনরুজ্জীবিত করতে হবে। জাতীয় প্রেসক্লাব ও চট্টগ্রাম প্রেসক্লাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে, যার মাধ্যমে চট্টগ্রামের সাংবাদিকরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।”
আরও পড়ুনঃ ধান-চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা
চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব অন্তবর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ও মঈনুদ্দিন কাদেরী শওকত।
সংবর্ধনা সভায় প্রেসক্লাবের সিনিয়র সদস্য শাহনেওয়াজ রিটনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।