spot_img

― Advertisement ―

spot_img

শিবপুরের চেয়ারম্যান হারুন খান হত্যা মামলার আসামি দুবাই থেকে গ্রেপ্তার

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম পলাতক আসামি...
প্রচ্ছদসারা বাংলাদুধ দিয়ে গোসল করে যুবকের ঘোষণা: জীবনে আর কোনো দিন প্রেম করব...

দুধ দিয়ে গোসল করে যুবকের ঘোষণা: জীবনে আর কোনো দিন প্রেম করব না

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মির্জাপুরে পীর ফতেহ আলীর মাজারে দুধ দিয়ে গোসল করে প্রেমের ব্যর্থতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন আকাশ মিয়া (২৬) নামে এক যুবক। তিন বছরের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার শোকে শনিবার (৪ জানুয়ারি) তিনি এই অদ্ভুত কর্মসূচি পালন করেন।

আকাশ মিয়ার সঙ্গে সিলেটের সানজু ইসলাম নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বেকার থাকার কারণে সানজুর পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। শুক্রবার সানজুর বিয়ের খবর পেয়ে আকাশ এই অভিনব প্রতিবাদে উদ্যোগ নেন।

মাজারে তিন শতাধিক মানুষের উপস্থিতিতে পাঁচ লিটার দুধ দিয়ে গোসল করেন আকাশ। গোসল শেষে মাজারে প্রবেশ করে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনাও করেন। এই গোসলের ছবি ও ভিডিও তিনি নিজের ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আকাশ মিয়া জানান, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে সানজুর সঙ্গে তার প্রেম শুরু হয়। ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তিন বছর সম্পর্ক টিকলেও সানজুর ভগ্নিপতির কারণে তাদের প্রেম শেষ হয়ে যায়। ভগ্নিপতি তার শ্যালিকার ফোনালাপ বন্ধ করে এক বন্ধুর সঙ্গে সানজুর বিয়ে দেন।

আকাশ বলেন, “বিয়ের সংবাদ শুনে আমি খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু পরে সিদ্ধান্ত নিই, জীবনে আর কোনো দিন প্রেম করব না। এই প্রতিজ্ঞার স্বীকৃতি দিতে মাজারে গিয়ে দুধ দিয়ে গোসল করি।”

আরও পড়ুনঃ দিনব্যাপী আলোচনায়ও গুচ্ছ ইস্যুতে সমাধান মেলেনি ইবির

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ আকাশের সাহসিকতার প্রশংসা করেছেন, আবার অনেকেই বিষয়টিকে সমালোচনা করেছেন।

স্থানীয়রা জানান, এই ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আকাশের এই অভিনব প্রতিবাদ দীর্ঘদিন ধরে আলোচনায় থাকবে বলে মনে করছেন তারা।