
মোঃ রেজাউল করিম, লালমনিরহাট (জেলা) প্রতিনিধিঃ আদালতের নির্দেশে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের সম্পদ ক্রোক করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জেলা প্রশাসকের একটি টিম সুমন খানের কয়েকটি ভবন বুঝে নিয়ে সরকারি ব্যানার টাঙিয়ে সম্পত্তিগুলোকে সরকারি মালিকানাধীন হিসেবে চিহ্নিত করে।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার বলেন, “আদালতের নির্দেশে সুমন খানের বর্তমান বাসভবন, নির্মাণাধীন বাড়ি এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভবন সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। একটি কমিটির মাধ্যমে ওই ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।”
প্রসঙ্গত, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর তিস্তার টোল প্লাজা এলাকা থেকে সুমন খানকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আদালতের নির্দেশ অনুযায়ী তার সম্পত্তি ক্রোক করা হলেও এ বিষয়ে সুমন খানের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রগুলো জানায়, সুমন খানের সম্পত্তি ক্রোকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এমন পদক্ষেপের প্রশংসা করেছে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।