
মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় বন্ধ থাকা একটি সোয়েটার কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকায় অবস্থিত ম্যাগপাই সোয়েটার কারখানায় এই ডাকাতির ঘটনা ঘটে।
কারখানার পরিচালক আফরোজ আল মামুন জানান, প্রায় ৪০ জনের একদল সশস্ত্র ডাকাত গেট ভেঙে কারখানায় প্রবেশ করে। এ সময় তারা নিরাপত্তা কর্মীসহ সাতজনকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে এবং মারধর করে। এরপর ডাকাতরা কারখানার মূল্যবান মেশিনারিজ ও ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা চসিক মেয়রের
ঘটনার খবর পেয়ে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে শিল্প-পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ডাকাতদের আটকের চেষ্টা চলছে।”
জানা গেছে, বিভিন্ন সমস্যা জনিত কারণে কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। তবে এত বড় ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।