spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে: অ্যাডভোকেট আযম খান

ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে: অ্যাডভোকেট আযম খান

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। তারা নতুন করে গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করতে সক্রিয় রয়েছে।”

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা আহ্বান জানাই, ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিয়ে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক এবং নির্বাচনের তফসিল প্রকাশ করা হোক।”

আরও পড়ুনঃ ইবি উপাচার্যের কার্যালয়ে হট্টগোল, প্রক্টরকে ‘জামায়াত’ ট্যাগের অভিযোগ

কাকড়াজান ইউনিয়ন বিএনপির সভাপতি আমীর হামজার সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য দেন সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছবুর রেজা এবং ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ।