মোঃ আব্দুল খালেক, গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
গোবিন্দগঞ্জ পৌরশহরের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কর্মজীবী মহিলা শ্রমিকদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করেছেন ৩২, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
গত কয়েক দিনের ধারাবাহিকতায় পৌরশহরের বিভিন্ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে প্রায় দুই শত’ শাড়ি অসহায় ও দুঃস্থ নারী শ্রমিকদের মাঝে বিতরণ করেন এ উপহার।
এসময় তিনি বলেন, ‘মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়াতে এবং তাদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ আয়োজনে । ঈদের পূর্ব পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।’
আরও পড়ুনঃ প্রহসনের নির্বাচনের জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নিঃ মঈন খান
উল্লেখ্য, ঈদ উলেক্ষে ঢাকা থেকে গোবিন্দগঞ্জে এসেই তিনি নিজ হাতে হোটেলে কর্মজীবী নারী শ্রমিকদের মাঝে শাড়ী বিতরণ শুরু করেন।