
মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বাদ আসর উপজেলার মাঝিড়া বন্দরে আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. গোলাম রব্বানী।
সভায় তিনি বলেন, “জামায়াতে ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় যায়, তাহলে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করবে।” তিনি আরও বলেন, “ফ্যাসিস্টরা যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সত্য ও বাস্তবসম্মত সংবাদ প্রচার করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মো. আব্দুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
আরও পড়ুনঃ পদ্মার গোয়ালন্দ থেকে পাকশী চ্যানেলে বালু উত্তোলন বন্ধের নির্দেশ হাইকোর্টের
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের বগুড়া জেলা শাখার বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. আবদুল্লাহিল বাকী, শাজাহানপুর উপজেলা জামায়াতের, নায়েবে আমির মাওলানা মো. আবদুস সালাম, আলহাজ্ব আবদুল লতিফ প্রামাণিক, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি মো. জিয়াউর রহমান ও সেক্রেটারি মো. সজিবুল ইসলাম, সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক।
অনুষ্ঠানে জামায়াত নেতারা দলীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।