
মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, মাঠপর্যায়ে কাজের গতি বৃদ্ধি এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ (ইউএপিইও) দীর্ঘদিন ধরে তাদের গ্রেড উন্নীতকরণের দাবি জানিয়ে আসছেন। বর্তমানে তারা প্রধান শিক্ষকদের সঙ্গে একই গ্রেডে (১০ম গ্রেড) থাকায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনে শৃঙ্খলা ও চেইন অব কমান্ডে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কনসালটেশন কমিটি ইতোমধ্যে শিক্ষা প্রশাসন ব্যবস্থার জনবল কাঠামো ও বেতন কাঠামো পর্যালোচনা করে ৯ম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করেছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সংসদীয় স্থায়ী কমিটি ও আন্তঃমন্ত্রণালয় বৈঠকগুলোতেও ইউএপিইওদের গ্রেড উন্নীত করার সুপারিশ করা হয়।
২০০৬ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভায় ইউএপিইও পদকে ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণিতে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০০৯ ও ২০১৩ সালে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরেও সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে ভিজিএফের ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ, চেয়ারম্যানের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ
দাবিকারীদের মতে, এই পদ ৯ম গ্রেডে উন্নীত করা হলে সরকারের বাড়তি আর্থিক বরাদ্দ প্রয়োজন হবে না। কারণ অধিকাংশ ইউএপিইও উচ্চতর গ্রেড, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মাধ্যমে ইতোমধ্যে ৭ম, ৮ম ও ৯ম গ্রেডে বেতন পাচ্ছেন।
স্মারকলিপিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসাররা উল্লেখ করেন, ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ হলে প্রাথমিক শিক্ষার মান উন্নত হবে, মাঠপর্যায়ে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে।
এসময় রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন।