spot_img

― Advertisement ―

spot_img

কেন্দ্রীয় নেতা বকুলকে ‘ধানের শীষ’ ছিনিয়ে নেওয়ার হুমকি স্থানীয় নেতাদের

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী–৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও...
প্রচ্ছদসারা বাংলারায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ ভোটার নিবন্ধন কর্মসূচি ২০২৫ উপলক্ষে নরসিংদীর রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী বুধবার (৯ এপ্রিল) সকালে তিনি রায়পুরা উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা এবং অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন নির্বাচন কমিশনার। সভা শেষে তিনি উপজেলা পরিষদের গণমিলনায়তনে চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এর আগে তিনি জেলার বেলাবো উপজেলায় একই কার্যক্রম পরিদর্শন করেন।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পর্যবেক্ষণে কমিশনারের সফরে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার (নরসিংদী) মৌসুমী আক্তার রাখি, জেলা নির্বাচন অফিসার মো. শাহিন আকন্দ, সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) বায়েজিদ বিন মনছুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার মো. আতাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. রাসেল মিয়াসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ নালিতাবাড়ী শহরে শিক্ষার্থীদের প্রতিবাদ: ফিলিস্তিনের প্রতি একাত্মতা ঘোষণা

ভোটার হালনাগাদ কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় একটি সঠিক, হালনাগাদ এবং নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন সম্ভব হবে।