spot_img

― Advertisement ―

spot_img

দলের দুঃসময়ের নেতাকর্মীরা এলাকায় মিজান-রায়হান আতঙ্কে

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ, চট্টগ্রাম এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সভাপতি এডভোকেট এ.এস.এম. বদরুল আনোয়ার। সভা পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট কাশেম কামাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল রহমান কচি। এতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সেক্রেটারি, বিশিষ্ট আইনজীবী এবং বরেণ্য সাংবাদিকরা অংশ নেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট বদরুল আনোয়ার বলেন, চট্টগ্রাম হাজার বছরের ইতিহাসের সাক্ষী এবং বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। বিশাল আয়তন ও জনসংখ্যা, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম সমুদ্রবন্দর এবং দেশের রপ্তানি-আমদানি বাণিজ্যের কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও এখানকার মানুষ এখনো হাইকোর্ট সার্কিট বেঞ্চের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, চট্টগ্রাম দেশের জিডিপিতে ১২% অবদান রাখছে, অথচ বিচারপ্রার্থী জনগণকে ন্যায়বিচার পেতে ঢাকামুখী হতে হচ্ছে, যা সময়, অর্থ এবং ভোগান্তি বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধি, মামলা জট এবং চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এখানে হাইকোর্ট বেঞ্চ স্থাপন জরুরি হয়ে পড়েছে। শুধুমাত্র বন্দর ও কাস্টমস সংক্রান্ত মামলা থেকেই ৩১,০০০ কোটি টাকার বেশি রাজস্ব মামলা জটের কারণে আটকে আছে, যার ৭০ শতাংশই চট্টগ্রামকেন্দ্রিক।

সভায় বক্তারা জানান, বর্তমানে কেবল ঢাকায় একটি হাইকোর্ট স্থায়ী বেঞ্চ থাকায় সাধারণ বিচারপ্রার্থীরা অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছেন। অতিরিক্ত ব্যয়, প্রতারকদের কবলে পড়া এবং মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা—সব মিলিয়ে ন্যায়বিচার এখন দূরের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বক্তারা সংবিধানের ১০০ অনুচ্ছেদসহ আইন ও মানবাধিকারের নানা দিক তুলে ধরে চট্টগ্রামে অবিলম্বে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কাজী মনসুর, এ.কে.এম. জহরুল ইসলাম, শাহ নওয়াজ, এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, এডভোকেট এনামুল হক, মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবীব আহসান, এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, এডভোকেট বদরুল হুদা মামুন, এডভোকেট মোস্তফা আজগর শরিফী, এডভোকেট কাজী আশরাফুল হক আনসারি, এডভোকেট বদরুল রিয়াজসহ আরো অনেকে।

আরও পড়ুনঃ ইজারাদারের অস্ত্রের হুমকিতে বন্ধ নৌকা চলাচল, উত্তপ্ত চর আষাড়িয়া দহ

বিশেষ করে বক্তারা তুলে ধরেন, বিশ্বের উন্নত ও গণতান্ত্রিক দেশগুলোতে প্রধান বন্দরনগরীগুলোর পাশে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের রীতি রয়েছে। চীনের সাংহাই, ভারতের মুম্বাই, নেদারল্যান্ডসের রটারডামসহ বিভিন্ন উদাহরণ দিয়ে তারা বলেন, চট্টগ্রামের গুরুত্ব ও বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় এখানে হাইকোর্ট বেঞ্চ স্থাপন এখন সময়ের দাবি।

সভায় সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন, সাধারণ মানুষের আইনের অধিকার নিশ্চিতে এবং আইনি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপন ছাড়া বিকল্প নেই। সভা শেষে পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট কাশেম কামাল উপস্থিত সকল আইনজীবী ও সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ আন্দোলনে সক্রিয় সহযোগিতা কামনা করেন।