spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাআশুলিয়ায় র‍্যাবের গোপন অভিযানে বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মাসুদ আটক

আশুলিয়ায় র‍্যাবের গোপন অভিযানে বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মাসুদ আটক

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঢাকার আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ (৩৫) নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামগড়ার ছয়তলা এলাকার স্টার্ন হাউজিংয়ের একটি তিনতলা ভবনে র‍্যাবের সিপিসি-২ এর একটি টিম অভিযান চালায়। অভিযানে মাসুদের কক্ষ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও বেশ কয়েকটি বিদেশি মদের খালি বোতল।

আটক মাসুদ পাবনার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে। র‍্যাব জানায়, মাসুদ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নিজ হেফাজতে এসব অস্ত্র ও গুলি রেখেছিলেন।

র‍্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে অস্ত্রসহ আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও পড়ুনঃ আশুলিয়ায় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে জমি দখল চেষ্টার অভিযোগ

এ ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও, র‍্যাবের দ্রুত অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। আটক মাসুদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।