
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক পর্যায়ের ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬০ লাখ টাকার শিক্ষা অনুদান দিয়েছে লাবীব গ্রুপ ও মধুমতী ব্যাংক।
সোমবার (৫ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের চেক প্রতিষ্ঠানপ্রধানদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনি। এ সময় বক্তব্য দেন মধুমতী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরাব ফজলুর রহমান, লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির এবং মধুমতী ব্যাংক সখীপুর শাখার ব্যবস্থাপক মো. জাহিদ হাসান।
আয়োজক সূত্রে জানা গেছে, মধুমতী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা এবং লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল (সিআইপি)-এর ব্যক্তিগত উদ্যোগে আরও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। সবমিলিয়ে মোট ৬০টি প্রতিষ্ঠানে ৬০ লাখ টাকার শিক্ষা অনুদানের চেক বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ শাপলা চত্বরের গণহত্যার বিচার দাবিতে রাজশাহীতে ছাত্রশিবিরের মানববন্ধন
অনুষ্ঠানে লাবীব গ্রুপ ও মধুমতী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও অংশ নেন ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
এই অনুদান স্থানীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।