spot_img

― Advertisement ―

spot_img

লাল কাপড়ে মোড়া প্রতিবাদ: শোক দিবস নয়, রক্তক্ষরণের প্রতিচ্ছবি

স্টাফ রিপোর্টার: গত বছরের ২৯ জুলাই, কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের স্মরণে সরকার যখন রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে, তখন আন্দোলনকারীরা...
প্রচ্ছদসারা বাংলাকুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে পুশইন: ৪৪ জন আটক, ২২ জন রোহিঙ্গা...

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে পুশইন: ৪৪ জন আটক, ২২ জন রোহিঙ্গা শনাক্ত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ মে) ভোরে এই ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে প্রাথমিকভাবে ৮ জন বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত হয়েছেন এবং বাকি ৩৬ জনের মধ্যে ২২ জন রোহিঙ্গা বলে ধারণা করছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা এবং ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে এসব ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা আটক করে বিজিবিকে খবর দেন, পরে বিজিবি তাদের হেফাজতে নেয়।

রৌমারী সীমান্ত এলাকা থেকে ৩০ জন ও ভূরুঙ্গামারী থেকে নারী-শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক নিশ্চিত করেছেন, ভূরুঙ্গামারীতে আটক ১৪ জনই রোহিঙ্গা নাগরিক।

আরও পড়ুনঃ বার্সেলোনার ট্রেবলের স্বপ্ন ভঙ্গ: চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্তার মিলান

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন করা হয়েছে ৩০ জনকে, যাদের মধ্যে ২২ জন রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

সীমান্তে এমন অবৈধ প্রবেশ নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে, পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।