spot_img

― Advertisement ―

spot_img

কেন্দ্রীয় নেতা বকুলকে ‘ধানের শীষ’ ছিনিয়ে নেওয়ার হুমকি স্থানীয় নেতাদের

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী–৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও...
প্রচ্ছদসারা বাংলানরসিংদীতে রেলের জমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীতে রেলের জমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ।

সোমবার (২৬ মে) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে আরশিনগর রেল ক্রসিং থেকে বাদুয়াচর রেলগেইট পর্যন্ত এ অভিযান চালানো হয়।

রেলওয়ের জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা হলেও একাধিকবার সতর্কতা সত্ত্বেও সেগুলো সরিয়ে না নেওয়ায় আজ সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। ভেকু মেশিন দিয়ে প্রায় শতাধিক দোকানপাট ও কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ।

তিনি বলেন, “আমরা এক মাস আগে মাইকিং করে অবৈধ দখলদারদের সরিয়ে নেওয়ার সময় দিয়েছিলাম। কিন্তু তারা তা উপেক্ষা করায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই অভিযান চারদিন চলবে। যদি পুনরায় কেউ জায়গা দখল করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যরা।

আরও পড়ুনঃ রামগঞ্জে চাঁদা না পেয়ে বিএনপি নেতার স্ত্রীর নাক কাটল স্বেচ্ছাসেবকদল কর্মী

এদিকে, উচ্ছেদ হওয়া দোকান মালিকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে দোকান ভেঙে ফেলা হয়েছে। আমরা এখন পরিবার নিয়ে বিপাকে পড়েছি।” তবে রেল কর্তৃপক্ষ বলছে, সরকারি জায়গা দখলদারিত্ব কখনোই বৈধ হতে পারে না। বারবার সতর্ক করা হলেও অনেকে তা উপেক্ষা করেছেন, তাই এ পদক্ষেপ।