spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলামধুপুরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

মধুপুরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

বাবুল রানা, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে বাস ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে দুই বন্ধুর। নিহতরা হলেন মাহিন্দ্র চালক ফরহাদ ও তার বন্ধু রাকিব। শুক্রবার (৬ জুন) গভীর রাতে মধুপুর পৌরসভার ফিলিং স্টেশন সংলগ্ন শাহীন স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন্দ্র চালক ফরহাদ মধুপুর উপজেলার পিরোজপুর চাপাইদ এলাকার জোয়াদ আলীর ছেলে এবং তার বন্ধু রাকিব আশুলিয়ার জিরাবো ঘোষঘোণা এলাকার বাসিন্দা। ঘটনার সময় তারা যাত্রী আনার উদ্দেশ্যে মধুপুর থেকে ঢাকার পথে রওনা হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী অপর মাহিন্দ্র চালকের ভাষ্যমতে, তিনজন মাহিন্দ্র চালক একসঙ্গে যাত্রা শুরু করেন। মধুপুর থানা মোড় অতিক্রম করে মালাউড়ী মসজিদ পার হওয়ার মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মুক্তিযোদ্ধা ট্রাভেলস নামের একটি বাস বেপরোয়া গতিতে মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে ঘটনাস্থলেই ফরহাদ প্রাণ হারান।

আহত রাকিবকে মুমূর্ষু অবস্থায় মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা সংকটাপন্ন হলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, আহত ১২

নিহতদের মধ্যে ফরহাদের চাচী শাশুড়ি জানান, রাত ১১টার দিকে তারা মাহিন্দ্রযোগে জিরাবো থেকে মধুপুরে আসেন। ফরহাদ ও রাকিব আগে একসঙ্গে চাকরি করতেন। পারিবারিক কারণে মধুপুরে এসেছিলেন এবং রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মধুপুর থানা পুলিশ বাসটি জব্দ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এ মর্মান্তিক ঘটনায়।