spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাভালুকায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ভালুকায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ওয়ালিদ মাহমুদ (৮) নামে এক শিশু।

বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) দুপুরে ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওয়ালিদ গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের ভরভরা টানপাড়া গ্রামের প্রয়াত প্রফেসর ওয়াহিদুজ্জামানের ছেলে। সে মায়ের সঙ্গে ত্রিশাল ব্র্যাক অফিসের পাশে ভাড়া বাসায় থাকত এবং একটি স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত।

ওয়ালিদের চাচা আবু বক্কর সিদ্দিক ওরফে নোমান মাস্টার জানান, “ভাইয়ের মৃত্যুর পর থেকেই ভাতিজা ওয়ালিদ মায়ের সঙ্গেই থাকত। ঈদের ছুটিতে তারা ভালুকার ধলিয়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। দুপুরের দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে চলে গেলে সে আর ফিরে আসেনি। পরে খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।”

আরও পড়ুনঃ গফরগাঁওয়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলচ্চিত্র অভিনেতা সমু চৌধুরী উদ্ধার

একটি নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শিশু ওয়ালিদের প্রাণহানি তাদের ব্যথিত করেছে এবং এমন দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য শিশুদের প্রতি আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তারা।