spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলামেহেরপুর গাংনীতে স্কুল পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর গাংনীতে স্কুল পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে ফাহিম হোসেন (৮) নামের এক শিশু শিক্ষার্থী। মঙ্গলবার (১৭ জুন) বেলা ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফাহিম হোসেন জোড়পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে এবং একটি স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে স্কুল মাঠে কয়েকজন শিশুর সঙ্গে ফুটবল খেলছিল ফাহিম। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর এক ঘণ্টা পর তার নিথর দেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ ইসরায়েল–ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা, বিশ্বজুড়ে উদ্বেগ

স্থানীয়রা অভিযোগ করেছেন, বিদ্যালয়ের পাশে থাকা পুকুরে কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।