spot_img

― Advertisement ―

spot_img

সিপিবি দুর্গাপুর শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫)...
প্রচ্ছদসারা বাংলাসিপিবি দুর্গাপুর শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিপিবি দুর্গাপুর শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) বিকাল ৩টায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর। আলোচনা পর্বে বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ভবিষ্যতের পথে অগ্রসর হতে হলে বৈষম্যহীন সমাজ, শোষণমুক্ত বিশ্ব গঠন এবং গণতান্ত্রিক বিপ্লবী পরিবর্তনই একমাত্র পথ। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, যুদ্ধবিরোধী আন্দোলন জোরদার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবি জানান।

বক্তারা আরও বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণির অধিকার, গণতান্ত্রিক আন্দোলন এবং সমাজতান্ত্রিক রূপান্তরের জন্য ধারাবাহিকভাবে লড়াই করে আসছে। তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ ভালুকায় ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

কাউন্সিল অধিবেশনে শহর শাখার সভাপতি শামছুল আলম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোরশেদ আলম বিগত দিনের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন। রাজনৈতিক প্রস্তাব, ঘোষণাপত্র ও ভবিষ্যৎ কর্মসূচি পাঠ করেন কমরেড আলকাছ উদ্দিন মীরসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

পরিশেষে সর্বসম্মতিক্রমে শামছুল আলম খানকে সভাপতি, মোরশেদ আলমকে সাধারণ সম্পাদক এবং তাসলিমা বেগমকে সহকারী সাধারণ সম্পাদক করে সিপিবি দুর্গাপুর শহর শাখার নতুন কমিটি গঠন করা হয়।