
মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. জেএইচ খান লেলিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে অসুস্থ অবস্থায় ইউসুফ খন্দকারকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে পরদিন সকালে তিনি মারা যান।
নিহতের বাড়ি টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার, কোতোয়ালি থানার অভিযানে চাঞ্চল্য
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত আরও পাঁচজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ইউসুফ খন্দকারের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং নিয়মিত বাসা-বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে।